মোঃ আল-আমিন ভূঁইয়াঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৌরসভা ও ইউনিয়নের ফসলি জমিতে লাল ও সাদা আলু (দুই জাতের) বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার পৌর এলাকায় ও নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা এলাকায় লক্ষমাত্রার চাইতে অধিক ফলন হবে। দুই জাতের আলু হচ্ছে বারী আলু (৪৬) সাদা ও বারী আলু (৭২) লাল। পরীক্ষামূলকভাবে কৃষকরা এ আলুর চাষ করেছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, কাচিয়ারা এলাকার কৃষক কাউছার মিয়া ও পৌরসভা এলাকার কৃষক মোঃ বাদশা গাজী এ আলু চাষ করেছেন। মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতা ও পরামর্শক্রমে এ আলুর চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম জানান, পরীক্ষামূলকভাবে এ দুইটি নতুন জাতের বীজের আলুর চাষ করা হয়েছে। কৃষকদেরকে বিনমূল্যে সার, বীজ ও ঔষধ প্রদান করা হয়েছে। আমাদের কৃষি বিভাগ সার্বক্ষনিক এ আলুর জমিগুলো তদারকি করছেন। তবে আশা করা যাচ্ছে দুই জাতের আলুর বাম্পার ফলন হবে। কৃষক বাদশা গাজী জানান, আমরা পরীক্ষামূলকভাবে লাল আলুর চাষ করেছি। কৃষি বিভাগ আমাদেরকে সার্বক্ষনিক তদারকি ও পরামর্শ প্রদান করছে। কৃষক মোঃ কাউছার জানান, বারী আলু সাদা (৪৬) এর চাষ কৃষি বিভাগের পরামর্শক্রমে করেছি। বাম্পার ফলনের আশা করছি। আমরা এই বীজগুলো আগামীতে চাষের জন্য সংরক্ষন করবো।