মোঃ আল-আমিন ভূঁইয়াঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরাম উচ্ছ্বাস এর উদ্যোগ ২০২০ সালের এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ -৫ (২৯৭ জন শিক্ষার্থীদের) সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চাঁদপুর-২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম ইসফাক আহসান, কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক বাদশা শাওন, সহ সম্পাদক আনফাল সরকার পমল, উচ্ছাস কেন্দ্রীয় উপকমিটির সভাপতি সফিউল আলম প্রধান। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম নয়ন। এ ছাড়া বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্রী ফেরদাউছি,মতলব হ্যাল্প লাইন এর কর্নদার সাজিন আহম্মেদ কৌশিক। কবিতা আবৃতি করেন বদরুন নাহার লরিন। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরাম উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাজিব।